রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৪৬

নাওডোবায় সবুজ সড়কের উদ্বোধন

June 17, 2017 , 10:10 am

IMG_20170617_155729 জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মুুনসুুর আলী সিকদার কান্দী গ্রামে মাটির সড়কের দুই পাশে নারিকেল গাছ রোপন করে সবুজ সড়ক নামে উদ্বোধন ও ফলক উন্মোচন করেন
শরীয়তপুর জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান।
শনিবার বেলা ১১ টার সময়  সবুজ সড়কের উদ্বোধন করা হয়।
জাজিরা উপজেলা পরিষদের অর্থায়নে নাওডোবা ইউনিয়নের  মুুনসুুর আলী সিকদার কান্দী গ্রামে ৪০০ ফুট মাটির সড়কের দুইপাশে দুইশতাধীক নারিকেল গাছ লাগানো হইছে।
সবুজ সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান বলেন, বর্তমানে যেভাবে গাছ পালা ধংশ করা হচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের দেশ ৫০ বছরের মধ্যেএক তৃতীয়াংশ ডুবে যাবে।
মোট ভূমির ২৫ ভাগ বনায়ন থাকা দরকার হলেও আমাদের দেশে রয়েছে ৮/৯ ভাগ।
তাই আমাদের পরিবেশকে বাচাঁতে হলে বেশি বেশি করে গাছ লাগিয়ে যত্ন করতে হবে।
গাছপালা ধংশ করা যাবেনা।
সবুজ সড়ক উদ্বোধনে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিলা রহমতউল্লাহ, ভূমি কর্মকর্তা বারিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, জাজিরা উপজেলার সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন শিকদার, নাওডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল চাঁন মাদবর, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শরীয়তপুর জলা শাখার সাধারন সম্পাদক সিরাজ ভান্ডারী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাহেদ ফরাজী, আজহার মোড়ল, আজহার মুন্সী, বাসেত শিকদার, এসকেন্দার বেপারী, মঙ্গল মাদবর, লতিফ বেপারী, আবুল হাসেম চৌকিদার, নূর মোহাম্মদ মাদবর, মহিলা সদস্যা মোসা.ফরিদা বেগম, মোসা. সানজিদা বেগম, মো.কোহিনূর বেগম সহ গ্রামের লোকজন।

Total View: 2186