জার্নাল প্রতিবেধনঃনিরাপদ সড়কের দাবীতে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার ২০২২-২৪ এর কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ২৪শে নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত ও সীলযুক্ত ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার কেন্দ্রীয় কমিটির অফিসে শরীয়তপুর জেলা শাখা কমিটির সভাপতির নিকট তুলে দেন।
নিরাপদ সড়ক চাই নিসচা শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি এডভোকেট মুরাদ মুন্সিকে পুনরায় সভাপতি এবং মিজানুর রহমান মোল্লা’কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি হাসান মাসউদ খান, ফারুক আহমেদ মোল্লা, রিপন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, আবদুল মোতালেব সুমন, নিলয় ভট্টাচার্য, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাসেল, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান,
দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক (সজল), প্রচার সম্পাদক শাহিন আলম, প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রাজিব, সমাজ কল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন,
মহিলা বিষয়ক সম্পাদক পান্না খান, যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তাইন, এছাড়াও সদস্যরা হলেন এডভোকেট মেহেদী মান্নান হামিদী, এডভোকেট বজলুর রহমান, সমীর চন্দ্র শীল, সোহাগ খান সুজন, রফিকুল ইসলাম রতন, আমি হাওলাদার, জাহিদ হাসান রনি, আমির হোসেন, ফিরোজ মুন্সী, আশরাফুল রাসেল, মো: জিল্লুর রহমান খান, মোঃ শামীম আহমেদ, রুহুল আমিন, তানভীর আহমেদ সাগর, আসাদ মল্লিক, রবিন রায়, মো: নুরুদ্দিন জামান, সাগর হোসেন, কাওছার হোসেন, এস এম রাজন শিকদারসহ সদস্যদের নিয়ে মোট ৩৯ সদস্য এছাড়াও ৯ জন উপদেষ্টা ও ১১ জন পৃষ্ঠপোষক বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর সর্বস্তরের সামাজিক সংগঠন ও সুধীজনরা এই কমিটিকে সাধুবাদ জানিয়েছে।