রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪৯

নিসচা শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি সুশীল চন্দ্র বাছারের পিতার পরলোকগমন।

February 21, 2019 , 10:47 pm

শরীয়তপুর প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা)র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি সুশীল চন্দ্র বাছার এর পিতা ভানু বাছার (৭০) বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পরলোকগমন করেন

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পঞ্চপল্লী ইউনিয়নের নীলগুন গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। মৃত্য কালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

এদিকে শরীয়তপুর জেলার নিসচা’র সাবেক সভাপতি সুশীল বাছার এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিসচা শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক শ্রী সমীর চন্দ্র শীলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

২১ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা শ্যামসুন্দর দেবনাথ , সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক শ্রী সমীর চন্দ্র শীল সাবেক সভাপতি সুশীল চন্দ্র বাছারের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন , সমবেদনা প্রকাশ করেন এবং তার পিতার আত্মার শান্তি কামনা করেন।

Total View: 2388