বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল ও সেক্রেটার আলহাজ্ব অ্যাডভোকেট আলমগীর মুন্সী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট অফিসে বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির মুন্সী এ ঘোষনা দেন। যে কমিটি আগামী (২০১৮, ২০১৯ ও ২০২০ সাল) এই তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়।
এ সময় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন সরদার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামিনা ইয়াসমিন, ডা. আলী আকবর বাঙ্গালী প্রমূখ উপস্থিত ছিলেন।