আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে শরীয়তপুরে নড়িয়া উপজেলা এ কে এম ইসমাইল হক কে নৌকার মননয়ন দেওয়া সন্তোষ প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা গ্যপন করেছেন উপজেলা বাসী।আর উপজেলা বাসী মনে করেন চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে এ কে এম ইসমাইল হকের বিকল্প নেই।
আগামী ২৪ মার্চ অনুষ্ঠীত হতে যাচ্ছে নড়িয়া উপজেলার ত্বিতীয় ধাপের নির্বাচন,আর এই নির্বাচনে নৌকার মননিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম ইসমাইল হককে বিজয়ী কার লক্ষে ইতেমধ্য কাজ করে যাচ্ছেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের নিবে দিতো নেতা কর্মীরা।তারা মনে করেন আগামী পাচ বছরে যে পরিমান নড়িয়ার উন্নয়ন হয়ছে এবং আরো উন্নয়নের জন্য এই নেতা-কে প্রয়জন।
মঙ্গলবার সন্ধায় ৬ টায় নড়িয়া উপজেলার দলিয় নেতা কর্মী দের নিয়ে, ভোজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নূরুল হক বেপারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একেএম ইসমাইল হক বলেন, স্বাধীনতার প্রতিক নৌকা,মুক্তিযোদ্ধুর প্রতিক নৌকা,বঙ্গবন্ধুর প্রতিক নৌকা পেয়ে আমি অত্যান্ত আন্দিত আমার ৩৫ বছরের রাজনীতে আমি নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করবো। জননেত্রী শেখ হাসিনা আমাকে ও নড়িয়া বাসীকে নৌকা প্রতিক দিয়ে ধন্য করেছেন।আমি বিজয়ী হলে আগামী পাচ বছর নড়িয়ার উন্নয়াননে জন্য কাজ করবো,আমাদেওর নড়িয়া ওসখিপুর – ২ আসনের সংসদ ওপানি সম্পদ মন্তনালয় উপ মুন্ত্র এসময় নড়িয় উপজেলা ও থানা আওয়ামীলীগের সকল নেত্রা কমীরা উপস্থিত ছিলেন।
নৌকাকে বিজয়ী করতে একে এম ইসমাইল হক এর উঠান বৈঠক ও আলোচনা সভা
February 26, 2019 , 6:11 pm