জার্নাল প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু মিয়া । এসময়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আইনজীবীদের প্রতি আহবান জানানো হয়।
আজ বুধবার রাত ৮ টায় চিকন্দী ফুড পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুরাদ হোসেন মুন্সীর আয়োজনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর সদস্যদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এই সভা হয়।
মত বিনিময় সভা বক্তব্য রাখেন,শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, এডভোকেট বশিউর আলম,এডভোকেট তাইজুল ইসলাম,এডভোকেট অমিত ঘটক চৌধুরী,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,এডভোকেট মন্জুর আলম খান।
অ্যাডভোকেট মুরাদ মন্সী তার বক্তব্যে বলেন, নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু আমাদের প্রয়াত প্রবীণ আইনজীবী আলহাজ সুলতান মিয়ার সুযোগ্য সন্তান। তিনি নৌকার প্রতীক পাওয়ায় আমরা আনন্দিত। এরপূর্বে তিনি শরীয়তপুরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এজন্য এবার আমরা তাকে বিপুল ভোটে বিজয় করতে চাই। সেই লক্ষ্যে প্রত্যেক আইনজীবীকে তার নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে এলাকার সকল ভোটারদের ভোটদান নিশ্চিত করার আহবান জানান।