রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৪৮

নড়িয়ার ঘড়িষার বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ১২৬তম শাখা উদ্ভোদন

September 15, 2019 , 6:33 pm

শরীয়তপুর প্রতিনিধি :
সুপ্তা চৌধুরী

শরীয়তপুর জেলার নড়িয়ার উপজেলার ঘড়িষার বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ১২৬ তম শাখা ও এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঘরিসার বাজারের ইতালী প্লাজায় ব্যাংকের উপ-ব্যবস্থানা পরিচালক এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ১২৬ তম শাখাটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম ভূমিকা রাখছে। শাহজালাল ইসলামী ব্যাংক এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংকের ঘরিসার বাজার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সামসুদ্দোহা সিমু, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাস্টার হাসান উজ্জামান খোকন, ঘড়িষার বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক রুম্মান হাওলাদার, ঘরিসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ আকবর হাওলাদার প্রমুখ।

Total View: 2376