শেখ জাভেদ : জেলার নড়িয়া উপজেলায় নশাসন ইউনিয়নের গাগ্রীজোড়া গ্রামের মৃর্ত মঙ্গল সরদারের ছেলে নুরুল হক সরদার (৬০) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে ৷ বুধবার রাত ৩টায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়,দীর্ঘ ৫ বছর যাবৎ অজানা রোগে অাক্রান্ত হয়ে শরীলের বিভিন্ন যায়গায় অসয্য ব্যথা দেখা দেয়,রোগ মুক্তির জন্য বাংলাদেশের বিভিন্ন যায়গায় চিকিৎস্যা করান, কিন্তু বিভিন্ন পরিক্ষা করানোর পরেও ডাক্তার রোগ ধরতে ব্যর্থ হন ৷ যার ফলে তিনি দেশের চিকিৎস্যা বাদদিয়ে মাদ্রাজ চিকিৎস্যার জন্য যান ৷ মাদ্রাজ গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পরেও, ডাক্তারগন তার কোন রোগ ধরতে না পারলে নুরুল হক দেশে চলে অাসেন। এই অজানা রোগের যন্ত্রণা সয্য করতে না পেরেই অাত্মহত্যা করছে বলে জানা যায় ৷
পাসের ঘরের হারুন সরদার ও নুরুল হকের চাচা অালমগীর সরদার বলেন, চাচী(নুরুল হকের স্ত্রী) চিৎকার দিয়ে বলেন নুরুল হককে পাওয়া যাচ্ছে না ! তখন অামরা খোজাখুজি করে দেখতে পাই পিছনের বারান্দায় তার(নুরুল হক) গলায় ফাস দেওয়া ঝুলন্ত লাস ৷ এর পর অামরা নড়িয়া থানায় বিষয়টা জানাই ৷
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অাসলাম উদ্দিন বলেন, বিষয়টা প্রাথমিকভাবে অাত্মহত্যা হবে বলে ধারনা করছি তবে লাস সদর হাসপাতালের মর্গে পেরন করেছি পরবর্তিতে নিশ্চিত বলা যাবে ৷