শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়ায় আড়াইবছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলাল শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের গাগড়ীজোরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা একটি অভিযোগ দায়ের করেছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
আটক আলাল ওই গ্রামের মোসলেম শেখের ছেলে। সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশুটি। পরে শিশুটিকে প্রতিবেশি আলাল শেখ জোরপূর্বক ধরে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তিতে শিশুটির ভাই চিৎকার শুনে গিয়ে শিশুটিকে উদ্ধার করলে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুবক্কর জানান, অভিযোগ পেয়েছি। ডাক্তারের রিপোর্ট পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
নড়িয়ায় আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আটক-১
February 23, 2019 , 7:02 pm