
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের দুই মেম্বার প্রার্থী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদের নড়িয়া থানা পুলিশ গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আতাহার খা, বাদসা পাইক মোটর সাইকেল চোর চক্রের সাথে জরিত থাকার প্রমান পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
তারা দুইজন পঞ্চম ধাপে নির্বাচনে নড়িয়া উপজেলার কেদার পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাহার খা ও ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাদসা পাইক মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর বলেন, মোটর সাইকেল চোর চক্রের সাথে জরিত থাকার প্রমান পাওয়ায় আমরা এই দুইজনকে গ্রেফতার করা হয়।