
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩২ জন জেলেকে আটক করা হয়ছে।
এর মধ্যে ২৬ জন জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ও ২ জন অপ্রাপ্ত বয়স হওয়ার কারনে মুচলেকা নিয়ে ছেরে দেওয়া হয় । ৪ জন প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে বিচারদিন ছিলো।
রবিবার (১০ অক্টোবর) সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত নড়িয়া পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম আটকৃত জেলেদের এই কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় ৫০হাজার মিটার কারেন্ট জাল, ২ কেজি ইলিশ মাছ ভ্রাম্যমান আদালত জব্দ করা হয়েছে । জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ২ কেজি ইলিশ মাছ স্থানীয় দুঃস্থদের মাঝে দেওয়া হয়েছে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক ও নড়িয়া থানা পুলিশ সদস্যরা।