রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:৫৫

নড়িয়ায় পদ্মা নদীতে ট্রলার ডুবে শিশু সহ ৩ জন নিখোঁজ

August 10, 2017 , 5:32 am

IMG_20170810_112605শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে নড়িয়ার মুলফুদগঞ্জ মজিদ শাহ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজরা হলেন, মৃত তাবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬০), ইব্রাহিম খালাসীর ছেলে রুমান খালাসী (১৪) ও দেলোয়ার হাওলাদারের আড়াই বছরের মেয়ে আয়সা আক্তার। সকলেই শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া ধলু আকনকান্দি গ্রামের বাসিন্দা।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিদ শাহ্ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এসময় ১১ জন সাঁতরে পারে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধার করতে।

Total View: 1796