রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১২:৫৩

নড়িয়ায় রাজনগর ইউপি চেয়ারম্যা‌নের বা‌ড়ি‌তে বোমা বি‌ষ্ফোরণ

July 31, 2017 , 5:38 pm

IMG_20170731_233546শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলার রাজনগর ইউপি চেয়ারম্যা‌ন জা‌কির গা‌জির বা‌ড়ি‌তে বোমা বিষ্ফ‌োর‌ণের ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার বিকা‌লে বা‌ড়ির পা‌শের বাগা‌নে এ বোমা বি‌ষ্ফোর‌ণে প্র‌তি‌বে‌শি সাগর গা‌জি না‌মে একজন গুরুত্বর অাহত হ‌য়ে‌ছে ব‌লে জা‌নায় স্থানীরা। এ ঘটনার প‌র ন‌ড়িয়া থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে অালামত সংগ্রহ ক‌রে‌ছে।

জানা যায়, ‌বিকা‌লের দি‌কে হটাৎ চেয়ারম্যা‌নের বা‌ড়ি‌য়ে বিকট শব্দ শুন‌তে পে‌য়ে এলাকাবা‌সি বা‌ড়ির সাম‌নে ভিড় জমায়। প‌রে বা‌ড়ির ভিত‌রের বাগান থে‌কে প্র‌তি‌বে‌শি সুমন গা‌জি‌কে অাহত অাবস্থায় উদ্ধার ক‌রা হয়। ধারনা করা হ‌চ্ছে বোমা তৈ‌রির সময় এ বি‌ষ্ফোরণ ঘ‌টে‌ছে। ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ন‌ড়িয়া সা‌র্কেল), ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সহ থানা পু‌লি‌শের এক‌টি দল।
রাজনগর ইউপি চেয়ারম্যা‌ন জা‌কির গা‌জি ব‌লেন, অা‌মি বর্তমা‌নে ঢাকায় অা‌ছি। অামার বা‌ড়ি‌তে এমন ঘটনা ঘ‌টে‌নি।
ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জাহা‌ঙ্গির অা‌রিফ জানান, পু‌লি‌শের এক‌টি দল বি‌ষ্ফোর‌ণের অালামত সংগ্রহ ক‌রে‌ছে। বিষয়‌টি তদন্ত করা হ‌চ্ছে। তা‌দের ধারনা করা হ‌চ্ছে বোমা তৈ‌রির সময় এ বি‌ষ্ফোরণ ঘ‌টে‌ছে।

Total View: 2070