রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৩১

নড়িয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

November 6, 2021 , 8:57 pm

নড়িয়া প্রতিনিধিঃবঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যে শনিবার সারা দেশের ন্যায় নড়িয়াতে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রশাসন এবং সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকের আলোকে উপজেলায় শনিবার(৬ নভেম্বর) সকাল ১১ টায় ৫০তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা সমবায় ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তলন করেন। পরে আলোচনা সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও সেকেন্দার আলম রিন্টুর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন নড়িয়া পৌরসভা মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারি , সমবায় অফিসের সহাকারী পরিদর্শক শাহাদাৎ হোসেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন সহ প্রমুখ।

Total View: 999