রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:০২

নড়িয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পঞ্চপল্লী গুরুরাম স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।

July 29, 2017 , 9:59 am

IMG_20170729_155618শরীয়তপুর নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্র আহতের হওয়ার প্রতিবাদে

শনিবার সকালে ঐতিহ্যবাহী পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পঞ্চপল্লী বাজারের দক্ষিন মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানায়।

উল্লেখ্য : শরীয়তপুরের নড়িয়া উপজেলার উপসীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের আঘাতে ৯ ছাত্র জন আহত হয়েছে। আহতদের মধ্যে রফিকুল ইসলাম রবিন, আবদুর রব করাতী এবং ইব্রাহীমের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে শরীযতপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকী ছয়জনকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরা সকলেই পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ঘটনাটি বৃহস্পতি বার বিকেল সাড়ে ৫টায় উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাঠে।

এঘটনায় উক্ত বিদ্যালয়ের ছাত্র আকাশ বলেন, আমরা খেলতে গেলে শুরু থেকেই আমাদের বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার শিক্ষক সহ বিভিন্ন লোক ভয় দেখায় আমরা যেনো হেরে যাই, আমরা জিতে যাওয়ায় ঐ স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম রতন স্যারের কথায় তারা আমাদের উপর হামলা করে। এঘটনায় পঞ্চপল্লী গুরুরাম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলাম রিয়া জনান, গত বৃহস্পতি বার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলের সাথে ফুটবল ম্যাচে হেরে গিয়ে আমাদের সহপাঠীদের উপর হামলা চালায় হামলায় ১০ জন আহত হয়। এব্যাপারে স্কুল ও খেলা কতৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন করেন আমরা এই হামলাকারীদের দৃৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের টিম খেলতে যায় জিতে যাওয়ায় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা আমাদের স্কুলের ছাত্ররা হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও এর বিচার দাবি করছি।

এঘটনায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্ম-কর্তা সানজিদা ইয়াসমিন বলেন, এঘটনা কারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে অাইনগত ব্যাবস্থা নিবো।IMG_20170729_155705

Total View: 2508