শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা বাজারের লিয়াকত ছৈয়াল (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত ছৈয়াল উপজেলার বিঝারি ইউনিয়নের কাবাসপাড়া গ্রামের মোহাম্মদ আলী ছৈয়ালের ছেলে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।