রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:০৬

ন‌ড়িয়াতে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষন

April 1, 2017 , 3:54 pm

Screenshot_2017-02-25-20-51-51-1জেলার ন‌ড়িয়া উপ‌জেলায় ২য় শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া ‌গেছে। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের হাওলাদার কা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ঘটনার পর শিশু‌টি‌কে স্বজনরা উদ্ধার ক‌রে শরীয়তপুর সদর হাসপাতালে ভ‌র্তি করে। রাত ৮টার দি‌কে শিশু‌টির অবস্থা অবন‌তি হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে ঢাকা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রে। ধর্ষ‌নের শিকার শিশু‌টি একান্দল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। ওই শিশু‌টির প‌রিবা‌র জানায়, একই এলাকার নুর জামান হাওলাদা‌রের ছে‌লে রা‌কিব(১৪) এবং আটিপাড়া এলাকার খোকন মাদব‌রের ছে‌লে ক‌বির(১২) মি‌লে শিশু‌টি‌কে ধর্ষণ ক‌রে। এক পর্যা‌য়ে সে চিৎকার দি‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। সদর হাসপাতা‌লের মে‌ডি‌কেল অ‌ফিসার আম্বিয়া আলম কনা ব‌লেন, শিশু‌টির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মে‌ডি‌কে‌লে কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একরাম আরী মিয়া ঘটনার সত্যতা শিকার ক‌রে জানান, ঘটনা‌টি আমরা জানার পর ধর্ষক‌দের গ্রেফতা‌রের চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছি। এখন কোনো মামলা হয়‌নি।

Total View: 2235