রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:২৫

ন‌ড়িয়ায় স্বামী-স্ত্রী’সহ ‌তিনজন ৪ হাজার পিস ইয়াবা’সহ অাটক

March 31, 2018 , 8:46 am

নড়িয়া প্র‌তি‌নি‌ধি:
শরীয়তপু‌রের ন‌ড়িয়ায় স্বামী-স্ত্রী’সহ ‌তিনজন’কে ইয়াবা’সহ অাটক ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার পাঁচগাও এলাকা থে‌কে তা‌দেরকে অাটক করা হ‌য়ে‌ছে। এ সময় অাটককৃত‌দের কাছ থে‌কে ৪ হাজার পিস ইয়াবা ট্যাব‌লেট এবং মাদকদ্রব্য বিক্রির ৭২ হাজার ২৭৫ টাকা জব্দ ক‌রা হয়।

অাটককৃতরা হ‌লেন, ন‌ড়িয়া উপ‌জেলার পাঁচগাও গ্রা‌মের মৃত খ‌লিলুর রহমা‌নের ছে‌লে মোসারফ হো‌সেন মন্টু মা‌ঝি(৫০), তার স্ত্রী তান‌জিলা বেগম(৩৫) এবং বৈশা‌খিপাড়া গ্রা‌মের জামাল ছৈয়া‌লের ছে‌লে ইয়াবা ব্যাবসার সহ‌যোগী শাহলোম ছৈয়াল।

ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) অাসলাম উ‌দ্দিন অাটক‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পাঁচগাও এলাকা থে‌কে হা‌তেনা‌তে তা‌দের’কে অাটক করা হ‌য়ে‌ছে। অাটককৃত‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অাই‌নে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জানান ও‌সি।

Total View: 2173