রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ,  ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,  রাত ১২:৩৫

পরিষ্কার পরিচ্ছন্নতায় বিডিক্লিন শরীয়তপুর।

August 2, 2019 , 7:24 pm

শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী।

বিডি ক্লিন শরীয়তপুর এর উদ্যোগে পালং মডেল থানা ও এর আশে পাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়ক এড মাসুদুর রহমান এর নেতৃত্বে অর্ধ সতাধিক তরুন উদ্দমী বিডি ক্লিন সদস্য গন অংশ গ্রহন করে।
কাজের শুরুতে সকলে সফত পাঠ করেন পরে সকলে মিলে পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহন করে। এ সময় পালং মডেল থানা ইনচার্জ আসলামউদ্দিন এবং ওসি অপারেশন আশ্রাফ উদ্দিন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক এড মাসুদুর রহমান বলেন আমরা পর্যায়ক্রমে শরীয়তপুর জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসাবে গরে তুলব এবং জনগনকে সচেতন করব যাতেকরে যত্র তত্র কেউ ময়লা আবর্যনা না ফেলে। জন গনকে ডাষ্ট বিন ব্যাবহার করাতে সচেষ্ট করব। এ ব্যাপারে পৌরসভা সহ প্রসাশনের সু দৃষ্টি কামনা করেন।

Total View: 1361