শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পালং ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ সুলতান হোসেন মুন্সীর সভাপত্বিতে ও সাধারন সম্পাদক এবং পালং ইউপি চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের পরিচালনায় সোমবার দুপুর ২ টায় পালং ইউনিয়নের আটিপারা বাজারে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলে, শরীয়তপুর জেলা আওয়ামিলীগের সদস্য ও জজ কোর্টের জিপি এড. আলমগীর মুন্সী, জেলা আওয়ামীলীগের সদস্য ও শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.তাইজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি আঃ সালাম, শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারি,জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর,পালং ইউপি আওয়ামীলীগ নেতা মোঃ সালাউদ্দিন সরদার, সদর উপজেলা আওয়ামীগের মহিলা সম্পাদিকা ফিরোজা আক্তার,সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার, যুবলীগ নেতা আলী আজগর সরদার,পালং ইউপি যুবলীগের সভাপতি ইমারান সরদার।