শরীয়তপুরে পালং বাজারে আগুন লেগে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগির ছেলে পলাশ বৈরাগী (২৫) ও রবি সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (২০)।
পালং বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, পালং উত্তর বাজারের গোপাল ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রায় ১৮টি দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুন নেভানোর পর শুক্রবার সকালে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।