রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:১০

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

January 6, 2019 , 8:42 pm

প্রথমবার সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের পানি সম্পদ  উপমন্ত্রীর দায়িত্ব পেলেন শরীয়তপুরের-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম । বর্তমানে বাংলাদেশ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

রোববার (৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

এনামুল হক শামীম ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ছাত্র নেতা। ২০১৬ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর পদোন্নতি পেয়ে দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি।

Total View: 2093