শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী
শরীয়তপুর ডায়াবেটিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আর বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার জেলার এই চার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারকে শরীয়তপুর ডায়াবেটিক সমিতির উপদেষ্টা করা হয়েছে। তারা জেলা ডায়াবেটিস রোগীগের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, যারা মাদকে আসক্ত তাদের চারজনের মধ্যে একজন ডায়াবেটিস এ আক্রান্ত। ডায়াবেটিস হার্ড, লিভার, কডনি, পা নিরবে নিরবে নিঃশ্বেস করে দেয়। সকল ডিজিজের পিতা মাতা ডায়বেটিস। নিজেকে ও পরিবারকে ডায়বেটিস মুক্ত রাখতে হবে। শৃঙ্খলাই জীবন। তাই শৃঙ্খলা মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পাবলিক লাইব্রেরী সংলগ্ন বেলতলায় শরীয়তপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শরীয়তপুর ডায়াবেটিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. মনির আহাম্মেদ খান ও জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার তার বক্তব্যে বলেন, জেলার তিন সংসদ সদস্য যদি বড় করে একটি ডায়াবেটিস বিষয়ে অনুষ্ঠান করেন তাহলে ভালো হয়। তারা চেষ্টা করলে শরীয়তপুরে ডায়াবেটিস হাসপাতাল তৈরি করতে পারেন। হাসপাতাল হলে ডায়াবেটিস রোগীরা চিকিৎসা পাবে।
এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, শরীয়তপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী হোসেন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশনারা বেগম, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হোসেন মো. আলমগীর, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সীসহ মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, নার্স প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপনা করেন, শরীয়তপুর ডায়বেটিকস সমিতির সদস্য আব্দুস সামাদ বেপারী।