শরীয়তপুর প্রতিনিধিঃ
ত্রিশ বছরের উপরে যুবকদের নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে স্বর্ণঘোষ ৮নং ওয়ার্ডে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় স্বর্ণঘোষ লালদল দুই গোলে হারায় সবুজদলকে । ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্বর্ণঘোষ দিঘিরপাড় মাঠ প্রাঙ্গণে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।
লাল দলের খেলোয়ারা ছিলেন রশিদ কমিশনার, এনাম হাওলাদার (অধিনায়ক), অনিমেশ, লিয়াকত মাস্টার, শাখাওয়াত হোসেন লিটন সিকদার, দেলোয়ার তালুকদার, খোকন সিকদার, খবির সিকদার (গোলকিপার), খোরশেদ আলম বাবুল, শাহিন তালুকদার, খবির শেখ, কবির সিকদার, তুহিন সিকদার, জুয়েল সিকদার, আনোয়ার মির্জা, মতলেব ফকির, আনোয়ার ফকিরসহ আরো অনেকে।
আর সবুজ দলের খেলোয়ারা ছিলেন আব্দুস সামাদ তালুকদার (অধিনায়ক), নজরুল সিকদার, ইলিয়াস মগদম, খলিল কমিশনার, আসালদ্দি সরদার, বাদল হাওলাদার, জামাল সরদার, জাকির বেপারী, ইয়াকুব বেপারী, সাব্বির তালুকদার, টুলু সিকদার (গোলকিপার), নেসার বয়াতি, আনোয়ার খাঁ, সুমন খাঁসহ আরো অনেকে।
সবুজ দলের আব্দুস সামাদ তালুকদার ও লাল দলের এনাম হাওলাদার জানান, খেলাধুলা মনকে সুন্দর রাখে। শরীরকে রোগমুক্ত রাখে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই । তাই স্বর্ণঘোষ এলাকায় মাঝে মধ্যে এ খেলার আয়োজন করা হয়।