রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:১৬

ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে রাজনগরের কাছে নশাসনের হার

August 8, 2021 , 9:58 pm

আকন রিমনঃ নড়িয়ার ডগ্রী ইসমাঈল হোসেন স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি ব্যাচ ২০২০) কতৃক আয়োজিত ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮আগস্ট)বিকেলে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

এই ফুটবল খেলায় নশাসন ইউনিয়ন শিক্ষার্থীদের ১-০ গোলে নিখুঁত ফুটবল নৈপুণ্যে ম্যাচ হারালো রাজনগর ইউনিয়ন শিক্ষার্থীরা। যদিও দল এবং নিজেদের মাঠ হিসেবে অনেক টাই এগিয়ে ছিল নশাসন ইউনিয়ন শিক্ষার্থীরা। রাজনগরের হয়ে ম্যাচের ৫৫ মিনিটের মাথায় গোল করেন রুমেল। যার ফলে ১-০ গোলে এগিয়ে যায় রাজনগর।
এসময়ে রাজনগরের হয়ে খেলেন, আকন রিমন,হেলাল,সাইফুল,কামরুল,রুমেল,অভিক,সিফাত,আরিফ,সাগর ও রাজিব।
অন্যদিকে নশাসন এর হয়ে খেলেন,বিল্লাল,আজিজুল, বাবু, মুন্সি রিমন,সুলতান,নাঈম,রাকিব,কাউসার,আসাদুল ও নাহিদ।
ম্যাচ শেষে রাজনগর ইউনিয়নের খেলোয়াড় আকন রিমন বলেন পুরো ম্যাচ জুড়েই দারুণ খেলেছেন রাজনগর তবে বৃষ্টির কারণে মাঠে কাদা থাকায় কিছুটা বিপাকে পরতে হয়েছে তাদের। ভবিষ্যতেও তারা তাদের এই জয় ধরে রাখতে চায়।

Total View: 1517