শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন, ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের সময় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, আজ ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীনসার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। বিজয়ী দেশে বিজয়ী মহানায়কের স্মরনীয় প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু প্রখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রষ্টকে সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর এই প্রত্যাবর্তন ছিল অন্ধকার থেকে আলোয় প্রত্যাবর্তন। এই দিন আক্ষরিক অর্থেই বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালি জাতীরও অন্ধকার থেকে আলোয় ফেরার দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার । এছাড়া শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছগির হোসেনসহ জেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।