রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       শুক্রবার,  ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  সকাল ৮:১৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্র‌তিবা‌দে সমা‌বেশ করেছে শরীয়তপু‌রের সাংস্কৃ‌তিক কর্মীরা

December 10, 2020 , 9:03 pm

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জোটের আ‌য়োজ‌নে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা ও মেীলবাদী গোষ্ঠীর অপপ্রচা‌রের বিরু‌দ্ধে শরীয়তপুর জেলার বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের অংশ গ্রহ‌েণ প্র‌তিবাদী সাংস্কৃ‌তিক সমা‌বে‌শের আ‌য়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বি‌কে‌লে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনা‌রের সাম‌নে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের জেলার সভাপ‌তি এড. মুরাদ হো‌সেন মুন্সীর সভাপ‌তি‌ত্বে বি‌ভিন্ন সংগঠ‌নের নেতৃবৃন্দ এ সমা‌বে‌শে অংশগ্রহণ ক‌রেন। সমা‌বে‌শে বক্তারা দে‌শের প্র‌ত্যেক জেলায়, উপ‌জেলায় এক‌টি ক‌রে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন এবং প্র‌ত্যেক‌টি স্কুল ক‌লে‌জে শহীদ মিনা‌রে পাশাপা‌শি মু‌ক্তিযু‌দ্ধের ভাস্কর্য স্থাপ‌নের দাবী জানান এবং যাহারা ভাস্কর্য ভাঙ্গার মদদদাতা তাহা‌দের‌কে অ‌বিল‌ম্বে গ্রেফতা‌র ক‌রে বিচা‌রের মু‌খোমুখী করার দাবী ক‌রেন। সমা‌বে‌শে বক্তারা আ‌রো ব‌লেন যে, সাংস্কৃ‌তিক কর্মীরা সংস্কৃ‌তি রক্ষায় পূ‌র্বেও মা‌ঠে ছিল এখনও আ‌ছে এবং আগামী‌তেও থাক‌বে। সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন প্রবীন আইনজীবী সমাজ সংগঠক এড, রা‌শিদুল হাসান মাসুম, শরীয়তপুর প্রবীণ হি‌তৈ‌ষি সং‌ঘের সাধারন সম্পাদক মাসুক আলীদেওয়ান,বিডি ক্লিন শরীয়তপুরের সভাপতি এড.মাসুদুর রহমান

খেলাঘর শরীয়তপুর শাখার সভাপ‌তি শাহজালাল মিয়া, সুজন জেলা শাখার সভাপ‌তি আহসান উল্লাহ ইসমাইলী, জাতীয় ক‌বিতা মঞ্চ জেলা শাখার সাধারন সম্পাদক শ‌ফিকুল ইসলাম স্বপন, প্রগ‌তি লেখক সং‌ঘের সাধারন সম্পাদক মোদা‌চ্ছের হো‌সেন বাবুল, স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের সাধারন সম্পাদক ক‌বি ইশ‌তিয়াক আ‌তিক খান,কথাক‌লি সা‌হিত্য একা‌ডে‌মির সাধারন সম্পাদক ক‌বি রুদ্র রহমান, লেখক এড, শ‌হিদুল ইসলাম সজীব, বিজ্ঞান ও সা‌হিত্য চর্চা কে‌ন্দ্রের সধারন সম্পাদক আ‌মিনুল জেট, এড, সা‌নোয়ার হো‌সেন ম‌ল্লিক, এড, আল মামুন, আমরা ম‌ুক্তি‌যোদ্ধা সন্তান ঢাকা বিভা‌গের সাংগঠ‌নিক সম্পাদক ফি‌রোজ খান, সাংবা‌দিক মিজানুর রহমান, ক‌বি ফজলুর রহমান, ক‌বি সাইফ রুদ্দাদ, ক‌বি ডি এম স‌ফিক, সংগীত শি‌ল্পি তারখ নাথ কংশব‌নিকসহ অ‌নে‌কে। সঞ্চালন ক‌রেন স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের যুগ্ম সম্পাদক আবৃ‌ত্তি শিল্পী হাসান মাসুদ খান।

Total View: 1493