সুপ্তা চৌধুরীঃ
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি বলেছেন, বঙ্গবন্ধু মাত্র নয় মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দিয়েছেন। সংবিধানের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। বঙ্গবন্ধু আইনে ছাত্র ছিলেন। চতুর্থ শ্রেণির কর্মকর্তাদের জন্য আন্দোলন করতে গিয়ে আইন বিভাগে পড়া শেষ করতে পারেননি। বঙ্গবন্ধু সব সময় আইনজীবীদের মনে রেখেছেন, তাদের সাথে ছিলেন। বঙ্গবন্ধু আইনজীবীদের জন্য সবসময় হৃদয় খোলা রেখেছেন।
তিনি বলেন, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ ছিল। সেই বিভেদকে কাটিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করেছেন।
প্রধানমন্ত্রীকে যখন ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছিল। তখন আইন অঙ্গন গর্জে উঠেছিল। আইন অঙ্গন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেল থেকে ফিরিয়ে এনেছে।
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, শরীয়তপুরে আইনজীবী সমিতির ভবন সংকট, আর্থিক সমস্যা । আপনারা প্রধানমন্ত্রীর থেকে চান। প্রধানমন্ত্রী থেকে শুধু চাইতে দেরি, তার দিতে দেরি হয় না।
রবিবার (২৮ জুলাই) বিকেল সোয়া ৫টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য সপ্তাহ শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শেখ হাসিনার দেশ পিছাবেনা বাংলাদেশ। শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী । বাংলাদেশ গরিব দেশ নয় । আর কয়েক বছরের মধ্যে দেশ হবে উন্নত। আমরা আইনজীবীদের পাশে আছি, থাকবো।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল।
শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার,শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জিপি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, শরীয়তপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সীসহ বিজ্ঞ আইনজীবীগন, জেলা আওয়ামীগ ও তার অঙ্গসংগঠন, গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন পিপি মির্জা হজরত আলী।