রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:১৭

বঙ্গবন্ধু ল’ ক‌লেজের পাঁচতলা ভবন নির্মা‌ণের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমা‌বেশ

December 6, 2019 , 6:08 pm

শরীয়তপুর প্র‌তি‌নিধিঃ
সুপ্তা চৌধুরী।

মাদারীপুর বঙ্গবন্ধু ল’ ক‌লেজের পাঁচতলা নতুন ভবন নির্মা‌ণের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (৬ ডি‌সেম্বর) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে মাদারীপুর নতুন শহর বঙ্গবন্ধু ল’ ক‌লেজ সংলগ্ন টে‌নিস মাঠ প্রাঙ্গ‌ণে এ নতুন ভবন নির্মা‌ণের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমা‌বেশ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়।

সভায় প্রধান আতি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন, সা‌বেক নৌ প‌রিবহনমন্ত্রী, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও মাদারীপুর-২ আস‌নের সংসদ সদস্য বীর মুক্তি‌যোদ্ধা শাহজাহান খান। প্রধান অতি‌থি তার বক্ত‌ব্যে ব‌লেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বঙ্গবন্ধু ল’ ক‌লে‌জের পাঁচতলা ভবন কর‌তে টাকা দি‌য়ে‌ছেন। মাদারীপুরের প্রশাসনিক একাডেমী থেকে শুরু শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু ল’ কলেজ একাডেমীসহ বিভিন্ন ভবনের নির্মাণে আমাদের মাদারীপুর সব সময় এক নম্বরে। বাংলাদেশে তিনটি ল’ কলেজের ভবন নির্মাণে আমরা এক নম্বরে র‌য়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কা‌ছে কৃতজ্ঞ । কারণ প্রধানমন্ত্রীর প‌রিকল্পনায় বাংলা‌দে‌শ উন্নয়নের দি‌কে এগি‌য়ে যা‌চ্ছে । এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রত্যয় ব্যক্ত করেন।

তি‌নি ব‌লেন, আমি মন্ত্রী থাকা অবস্থায় অনেক কাজ ক‌রে‌ছে। আ‌মি এক‌দিন থাক‌বো না, কিন্তু মানুষ আমা‌কে ভুল‌বে না। মাদারীপু‌রসহ বাংলাদে‌শে এমন কাজ ক‌রে গেলাম।

মাদারীপুরের অতি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) আজহারুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, মাদারীপুর পৌরসভার সা‌বেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, মু‌ক্তি‌যোদ্ধা শেখ সে‌লিম খান, বঙ্গবন্ধু ল’ ক‌লে‌জের অধ্যক্ষ নজরুল ইসলাম মিনা।

সুধী সমা‌বে‌শে উপস্থাপনায় ছি‌লেন বঙ্গবন্ধু ল’ ক‌লে‌জের শিক্ষক রেজাউল ক‌রিম। সমা‌বে‌শে বঙ্গবন্ধু ল’ ক‌লে‌জের প্রাক্তন শিক্ষার্থী মে‌হেদী হাসান বক্তব্য রা‌খেন। এ সময় রাজ‌নৈ‌তিক নের্তৃবৃন্দ, বঙ্গবন্ধু ল’ ক‌লে‌জের শিক্ষক,
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

Total View: 1649