আব্দুল মোতালেব সুমনঃ প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন সারা দেশের ন্যায় শরীয়তপুরে ও পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। ২০১৯ সালের প্রথম দিনে নতুন শ্রেণির জন্য বিনামূল্যে বই পেতে স্কুল ও মাদ্রাসার লাখ লাখ শিশু এ উৎসবে যোগ দিয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শরীয়তপুর জেলার সুনামধন্য শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব কাজী আবু তাহের
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে কয়েক লাখ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এ উৎসব পালন করা হচ্ছে।
গত নয় বছর নববর্ষের উপহার হিসেবে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু করে সরকার।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের তথ্যমতে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮২২ কপি বই ছাপিয়েছে সরকার।
প্রাথমিক বিদ্যালয়ের জন্য নয় কোটি ৮৮ লাখ এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১৮ কোটি কপির বেশি বই ছাপানো হয়েছে।
বই মুদ্রণ ও বিতরণের জন্য সরকার এক হাজার ৮২ কোটি টাকা খরচ করেছে।