শরীয়তপুর প্রতিনিধি
শনিবার দুপুর ২ টার দিকে ব্জ্রপাতে ওই দুই কৃষক ঘটনাস্থলে মৃত্যুবরন করেন
বজ্রপাতে নিহত ২ কৃষক জাজিরা থানার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম খলিফা (৬২) এবং পালেরচর ইউনিয়নে ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের বাসিন্দা মালেক পেদা (৪২)।
শরীয়তপুর জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূইয়া, মুঠোফোনে তথ্য নিশ্চিত করেছেন,
তিনি জানান,শনিবার দুপুর ২টার দিকে তাজুল ইসলাম ও মালেক পেদা জমিতে কাজ করছিলেন, এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাত দেখে তারা কাজ ফেলে বাড়ির দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে ওই সময় বজ্রপাতে তারা দুজন মারা যান। স্থানীয়রা সাথে সাথে তাদের দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, স্থানীয়রা দুপুরের দিকে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন । তাদের দেখার পর বুঝতে পারি তারা ব্জ্রপাতে ঘটনাস্থলেই মারা