রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৫৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আ‌য়োজ‌নে দোয়া ও ইফতার মাহফিল

June 23, 2017 , 4:47 pm

received_1341157666005139শরীয়তপুর প্রতিনিধি॥

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা আয়োজনে ২৩ জুন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুর সদর পৌরসভার অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ’র শরীয়তপুর জেলা কমিটির আহবায়ক এম. এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান।

বিএমএসএফ’র শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব মো. ছগির হোসেনর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), আন্ত: জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ খলিলুর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শফিকুল ইসলাম স্বপন।

এ সময় চ্যানেল আই শরীয়তপুর প্রতিনিধি এসএম মুজিবুর রহমান, বিজয় টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি মাহমুদুল হক মামুন, বিএমএসএফ’র শরীয়তপুর জেলা শাখার সদস্য আমাদের কন্ঠের প্রতিনিধি সোহাগ খান সুজন, দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি মহসিন রেজা, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আল মাছুম, শরীয়তপুর কাগজ পত্রিকার সহসম্পাদক আনিছুর রহমান, রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেন রাজন, নজরুল ইসলাম, সমির চন্দ্র শীল, শাহাদাত হোসেন হিরো, আ: জলিল মাদবর, বারেক ভূইয়া, পাবেল শিকদার, বিএমএসএফ ডামুড্যা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ নান্নু মৃধা, সদস্য সচিব সৈয়দ মেহেদি হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলখানা জামে মসজিদের ইমাম ও খািতব মাওলানা এমদাদুল হক।

এ সময় বিশেষ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলটের পরিপূর্ণ সুস্থতার জন্য এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ আবু জাফরের মায়ের আত্মার মাগফেরাত ও সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
২৩-০৬-২০১৭

Total View: 2064