বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র সভাপতি, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটের সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত হন। তার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার বাদ আছর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার পরিবারের আয়োজনে শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।
এ সময় পালং মধ্যবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামান সরদার, শরীয়তপুর সদর হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, পাহাড় বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু সুফিয়ান, হাফেজ জসিম উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার আহবায়ক এম. এ ওয়াদুদ মিয়া, সদস্য সচিব মো. ছগির হোসেন, এনটিভি ও কালের কন্ঠ শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, বিএমএসএফ’র জেলা শাখার সদস্য মো. আল মাসুম, মনিরুজ্জামান খোকন, সোহাগ খান সুজন, আনিসুর রহমান, জাবেদ শেখ, মহসিন রেজা, সমির চন্দ্র শীল, শেখ নজরুল ইসলাম, এম মাসুদ রানা জলিল, পাবেল সিকদার, সাহাদাৎ হোসেন, ফরুক সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।