শরীয়তপুরের নড়িয়ায় ৯৪ নং দিগম্ভর পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করানোর কথা থাকলেও গতকাল রোববার বিদ্যালয়টিতে দুপুর দেড়টার দিকে বন্ধ করার অভিযোগে ওই বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক কহিনুর ও রুনাকে কারণ দর্শানোর এ নোটিশ দেয়া হয়।সোমবার নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেয়া হয়।সোমবার নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেয়া হয়।
সোমবার নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেয়া হয়।
অভিযোগে জানা যায়, রোববার জেলার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নে অবস্থিত ৯৪ নং দিগম্ভর পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলা দেড়টার দিকে বন্ধ করে দেয় ওই বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি দেয়ার কথা। তাই ৯৪ নং দিগম্ভর পট্ট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ছাড়াও ওই শিক্ষকদের নামে প্রতিদিন বিদ্যালয় ছুটির আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দিয়ে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিশ্বস্থ সূত্রে জানতে পারি যে, ৯৪ নং দিগম্ভর পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গত রোববার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দেয়। এই কারণেই তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনা সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
বিঝারি প্রাইমারির তিন শিক্ষককে শোকজ
May 15, 2017 , 5:31 pm