রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:০০

বড় গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে মোঃআসমত আলী মাদবর (হাসু)

June 2, 2022 , 11:16 pm

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আসন্ন বড় গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে ফুটবল মার্কায় মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন মোঃ আসমত আলী মাদবর হাসু

এলাকার খেটে খাওয়া সাধারণ ভোটারদের নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। এলাকার একজন সাধারণ ভোটাররা বলেন, মোঃ আসমত আলী মাদবর হাসু ৩ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৫ জুন নির্বাচনে ফুটবল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এবার ৩নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজসেবক,জনদরদী, গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ মোঃ আসমত আলী মাদবর হাসু একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে আগামী ১৫ তারিখ ভোট দিয়ে মেম্বার করতে চায় এলাকাবাসী।

মেম্বার পদ প্রার্থী মোঃ আসমত আলী মাদবর হাসু বলেন, এলাকার মানুষের কল্যাণে সুখে দুঃখে থেকে নিবেদিত হয়ে কাজ করার চেষ্টা করেছি। দেশের যেকোন দুর্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর। আমার উপর জনগনের আস্থার প্রতিফলন আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটবে ইনশাআল্লাহ।

Total View: 936