রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:৩৯

মাদকের বিরুদ্ধে কথা বলায় প্যানেল মেয়রকে হাতুড়িপেটা।

April 13, 2018 , 11:17 am

শরীয়তপুর সদর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলমগীর হোসেন মৃধাকে আজ শুক্রবার ভোরে স্থানীয় মাদক ব্যাবসায়ীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, শরীয়তপুর সদর পৌরসভার কাগদী গ্রাম ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র- ২ মোঃ আলমগীর হোসেন মৃধা শুক্রবার ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় কাগদী গ্রামে রাস্তার উপর ভোর বেলা স্থানীয় সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, জুয়া খোর সংঘবদ্ধ চক্রের সদস্য শাহ জালাল বেপারি, পিতা রমি বেপারি, শাহ জালাল মাদবর, পিতা হারুন মাদবর, সাদ্দাম মাদবর, পিতা জলিল মাদবর সহ আরো অনেকে অর্তকিত হামলা চালিয়ে হাতুরী দিয়ে এলো পাথারী পিটিয়ে গুরুতর আহত করে।

গুরুতর অাহত অবস্থায় স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহত আলমগীরের ঘনিষ্ঠজনরা।

Total View: 1920