রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       শুক্রবার,  ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  সকাল ৭:০২

মামলা ক‌রে সুখ কেনা যায় না: আইজিপি

May 14, 2017 , 1:12 pm

IMG20170514173811বাংলা‌দেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মামলা ক‌রে কেউ সুখি হ‌তে পা‌রে না। অার যারা মামলা ক‌রে সু‌খি হ‌তে চায় তারা কখন সু‌খি হ‌তে পা‌রে না।

আজ রোববার বিকেলে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দম্প‌তি মেলা ২০১৭ অনুষ্ঠা‌নে প্রধান অা‌লোচক হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নারী পু‌লিশ সদস্য‌দের বি‌ভিন্ন এলাকায় গি‌য়ে দম্প‌তি‌দের নি‌য়ে অা‌লোচনা ক‌রে স‌চেতনতা বৃ‌দ্ধি কর‌তে হ‌বে। থানায় মামলা করেই সব‌কিছু সমাধাণ ক‌রা যায় না। য‌দি মামলা না ক‌রে সমাধান করা যায় তাহ‌লে মামলার প্রয়োজন হয় না। এজন্য এক‌টি উপ ক‌মি‌টি করা হ‌বে যারা শুধ‌ু দম্প‌তি‌দের নি‌য়ে কাজ কর‌বে।

পুলিশ লাইন্সে দম্প‌তি মেলা শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ্ অাল মামু‌নের সভাপ‌তি‌ত্বে অা‌রো উপস্থিত ছি‌লেন, মা‌হিলা ও শিশু বিষয়ক মন্ত্রাল‌য়ের প্র‌তিমন্ত্রী মে‌হের অাফরজ চুম‌কি এম‌পি, শরীয়তপুর ১ অাস‌নের সাংসদ সদস্য ও অাওয়ামীলী‌গের সাংগ‌ঠনিক সম্পাদক বিএম মোজা‌ম্মেল হক এম‌পি, ২ অাস‌নের সাংসদ সদস্য ক‌র্নেল অবঃ শওকত অালী এম‌পি, ৩ অাস‌নের সাংসদ সদস্য না‌ইম রাজ্জাক এম‌পি, জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি ছা‌বেদুর রহমান খোকা শিকদার, সাধারন সম্পাদক অানল কুমার দে প্রমুখ।

Total View: 2065