রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ২:০২

মিডিয়েশনের মাধ্যমে মোকদ্দমার দ্রুত রায়

September 2, 2023 , 10:21 pm

বাদী এবং বিবাদী কে উপস্থিত করে আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত মোকাদ্দমা নিষ্পত্তি করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (BIMS) ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মেডিয়েশন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল মহোদয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান মহোদয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শেখ তারিক এজাজ মহোদয়, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব নুরুল আলম সিদ্দিক মহোদয়, জনাব আফরোজা বেগম মহোদয়, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ ইলিয়াস রহমান মহোদয়, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব চাঁদনী রূপম মহোদয় সহ শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন স্তরের বিচারক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইন সমিতির পক্ষ হতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম, বিজ্ঞ জিপি জনাব মোঃ আলমগীর মুন্সী সহ অন্যান্য আইনজীবী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল মহোদয় বিচারকার্যে মেডিয়েশনের গুরুত্ব উল্লেখ পূর্বক মেডিয়েশন কার্যক্রমের বিভিন্ন ধাপ ও পদ্ধতি বিষয়ে বিশদ আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃন্দ তাহাদের বক্তব্যে মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর মহোদয় বিচার প্রার্থী মানুষের প্রকৃত কল্যান ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম গতিশীল ও ফলপ্রসূ করা আহবান জানান।

Total View: 119