॥সজিব সিকদার॥ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিন হাওলাদার ও মূলনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আলী সরদারে নেতৃত্বে জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভা এস্থলে এক বিশাল রেলী নিয়ে যোগদেন।
বৃহস্পতিবার সকালে মূলনা ইউনিয়নের কার্যালয়য়ের সামন থেকে প্রায় দুই হাজার লোক একত্রিত হয়ে মূলনা ও জাজিরা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা উপজেলা চেয়ারম্যান এর অস্থায়ী কার্যালয় যোগদেন এসময় তাদে শোক রেলীটিকে স্বাগত জানান শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু,জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবার আলী সিকদার ও উপজেলা আওয়ামীলীগ নেতি বিন্দু।
মূলনা ইউনিয়নে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত।
August 17, 2019 , 10:29 am