রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:২৪

মেটলাইফ উৎপলকান্তি এজেন্সির বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

June 2, 2018 , 7:54 pm

সমীর চন্দ্র শীলঃ শরীয়তপুরে মেটলাইফ ( আমেরিকান লাইফ ইনসিওরেন্স কোম্পানি) উৎপল কান্তি এজেন্সির বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেটলাইফ উৎপল কান্তি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার উৎপল কান্তি সাহা,এজেন্সির সকল ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল এসোসিয়েটবৃন্দ এবং আমন্ত্রিত শুভানুধ্যায়ীগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজান ও ঈদ- উল- ফিতর উপলক্ষে ব্রাঞ্চ ম্যানেজার উৎপল কান্তি সাহা উপস্থিত সকলকে ও শরীয়তপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Total View: 2028