রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:১৭

মোক্তারের চরে একাদিক মামলার আসামী হয়ে পালিয়ে বেরাচ্ছেন মাদক ব্যবসায়ী রহিম খান।

May 2, 2017 , 2:36 pm

FB_IMG_1493731649081নড়িয়া থানাদিন নয়ন মাদবরের কান্দি গ্রামে গত ১৫ই এপ্রিল রাতে হটাৎ করে চায়ের দোকানে একা পেয়ে দেলোয়ার খানের উপর হামলা করে পরে ওই এলাকার নিরহ কৃষকের বাড়ী ঘরে বোমা মেরে আত্নক সৃষ্টি করে বাড়ী ঘর লুট করেন রহিম খান ও বোমা আনোয়ার বেপারীর লোকজন।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামে ত্রাস করে বেড়াচ্ছেন রহিম খান তার ভয়ে কেউ কথা বলতে পারেনা । আর এসব কাজের সহযোগীতা করেছেন নড়িয়ার আত্নক বোমা আনোয়ার। রহিম খানের বিরুদ্ধে অপহরন, বিস্ফোরণ, মাদকসহ অনেক মামলা রয়েছেন। মামলার আসামী রহিম ফেরারী হয়ে পালিয়ে বেরাচ্ছেন। নাম না বলতে ইচ্ছুক একজন বলেন রহিম কিছু বোখাটেদের দিয়ে ওই গ্রামের ভিতর মাদকের ব্যবসা করছেন তাতে অনেক যুবকের জীবন নস্ট হয়ে যাচ্ছেন আমরা তার ভয়ে কিছু বলতে পারি না কিছু বললেই আমাদের কে মাইরধর করেন

এবিষয়ে রহিম খান এর সাথে কথা বলতে গেলে তিনি আমাদের কে বলেন আপনি যা পারেন করেন আপানার মতো অনেক সাংবাদিক আমি চিনি আপনি আমার কিছুই করতে পারবেন না।

Total View: 1939