নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তাকারের চর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মোক্তাকারের চর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই দায়িত্ব গ্রহণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময়ে মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পিছনে এই ইউনিয়নবাসীর সব থেকে বেশী অবদান। তাই আমি ইউনিয়নবাসীর কাছে সারাজীবন কৃতজ্ঞ। এই ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে উন্নয়ন করতে চাই।একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নড়িয়া পৌর মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র জাফর শেখ,নড়িয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা।
মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছান মাস্টার ,সাধারণ সম্পাদক শেহের আলী মাদবর সহ স্থানীয় জনগন।