রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:১২

যৌন নির্যাতনের স্বীকার ৩ বছরের শিশু পুত্র

March 5, 2018 , 6:05 pm

download9eec85f3_ated_2f0_2fPictures_2fMessenger_2freceived_2045812979037006_2শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাহের চর গ্রামের দুলাল সরদারের ছেলে ৩ বছরের শিশু পুত্র যৌন নির্যাতনের স্বীকার হয়েছে।

পরিবার সুত্রে জানাযায়, সোমবার দুপুরে ধানকাঠি ইউনিয়নের বাহের চর গ্রামের আছহাব আলীর শিকদারের ছেলে রিয়াজ শিকদার (১৬) দুলাল সরদারের ছেলেকে ঘরে একা পেয়ে যৌন নির্যাতন করে।
এসময় শিশুটির আত্নচিৎকারে ছেলেটির পরিবারের লোকজন এলে দৌড়ে পালিয়ে যায় রিয়াজ। পরে ছেলেটির পায়ু পথ দিয়ে রক্ত বেরোতে দেখে তার মা বিউটি বেগম শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
নির্যাতনের স্বীকার শিশুটির মা বিউটি বেগম জানান, ধানকাঠি ২নং ওয়ার্ড বাহের চরের প্রভাবশালীদের হুমকি ধমকির কারনে এখনো মামলা করতে পারেন নাই।

Total View: 2113