রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৫৮

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ২৫ জন করোনায় আক্রান্ত

May 24, 2020 , 1:36 am

নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ২৫জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

যা এখন পর্যন্ত এ জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।এ নিয়ে রাজবাড়ীতে করোনা রোগীর সংখ্যা ৪৫ জনে দাঁড়াল।

২৫ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এদের মধ্যে বালিয়াকান্দিতে ১০ জন, পাংশায় ৯ জন এবং সদর উপজেলাত ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বালিয়াকান্দির ১০ করোনা রোগীর মধ্যে ৯ জনই সাদুখালী গ্রামের বলে জানান তিনি।

তিনি বলেন, একই গ্রামের ৯ জন কিভাবে একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন তা কন্টাক্ট ট্রেসিং ও ভ্রমণ ইতিহাসের খোঁজ করে নির্ণয় করা হবে। এখন থেকে করোনা রোগীদের হোন আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে।

কাউকে আতংকিত না হয়ে করোনা বিস্তার প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মানতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে অনুরোধ জানান সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

Total View: 1404