রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           রবিবার,  ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,  রাত ১:১৮

“শত ক‌বিতায় শেখ মু‌জিব” কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন জননেতা ইকবাল হোসেন অপু এম‌পি

May 24, 2020 , 10:41 pm

জার্নাল ডেক্সঃ ক‌বি আ‌মিনুল এইচ এস এর একক ১০০ ক‌বিতা নি‌য়ে মু‌জিব শতব‌র্ষে “শত ক‌বিতায় শেখ মু‌জিব” কবিতার বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন ক‌রেন জন‌নেতা ইকবাল হো‌সেন অপু এম‌পি । এই ক‌বিতার বই‌টির প্রকা‌শে সা‌র্বিক সহযো‌গিতা ও নি‌র্দেশনা ‌দেন এ‌ম‌পি নি‌জেই। দে‌শের সা‌র্বিক অবস্থা বি‌বেচনা ক‌রে মোড়ক উ‌ন্মোচ‌নের অানুষ্ঠা‌নিকতা বা‌তিল ক‌রে নিজ অ‌ফি‌সেই নতুন বই ক‌বির হা‌ত থে‌কে গ্রহন ক‌রেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় ক‌বিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার সভাপ‌তি ও পি‌পি ক‌বি মির্জা হজরত সাইজী, শরীয়তপুর সদর উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের শরযতপুর জেলা শাখার সভাপ‌তি এড মরাদ মুন্সী, সাংবা‌দিক জামাল ‌শেখ ও ক‌বি নি‌জেই। ক‌বি আ‌মিনুল এইচ এস ব‌লেন এ‌ম‌পি মহোদ‌য়ের অনু‌প্রেরনায় এবং সহ‌যো‌গিতায় আ‌মি এই প্রথম ক‌বিতার বই প্রকাশ কর‌তে পে‌রে‌ছি, আ‌মি চাই আমার ‌কবিতার বই‌টি প্রধানমন্ত্রীর হা‌তে দি‌তে।

Total View: 1676