শরীয়তপুর প্রতিনিধিঃ শরিয়তপুরে কল ফর ব্লাড শরীয়তপুর নামের সংগঠনের উদ্যোগে গর্ভবর্তী মহিলাদের সচেতনতামূলক ক্যাম্পেইন হয়।
আজ ২৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় চন্দ্রা রেস্ট হাউজ এর নিকটস্থ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহব্বায়ক আসিক রেহানের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ রাসেদুজ্জামান। অনুষ্ঠানে উক্ত সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেন থেকে ‘গর্ভবর্তী মায়ের জন্য আগে থেকে দুই জন রক্ত দাতা প্রস্তুত রাখুন’ স্লোগান সম্বলিত পেস্টুন ও লিপলেট বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানায়, ‘গর্ভবর্তী মায়ের জন্য আগে থেকে দুই জন রক্ত দাতা প্রস্তুত রাখুন’ এই সচেতনতা মূলক স্লোগানটি সবার কাছে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লিফলেট বিতরন ও ষ্টিকার লাগানোর এ কর্মসূচী হাতে নেয় তারা। প্রত্যেক গাইনি ডাক্তার যেন ওনাদের নিজেদের প্রেসক্রিপশনে এ ¯স্লোগানটি উল্লেখ করে এ জন্যই কাজ করে যাচ্ছে অনলাইন ভিত্তিক কল ফর ব্লাড শরীয়তপুর নামের সংগঠনটি।
প্রধান অতিথির বক্তব্যে উক্ত সংগঠনের উপস্থাপক মোঃ রাসেদুজ্জামান এ ধরনের সচেতনতা মূলক কর্মকান্ডের নিয়ে বলেন, এসব সচেতনতা মূলক প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই সচেতন হতে পারে। কল ফর ব্লাড যে কর্মসূচী হাতে নিয়েছে তা যেন বহুদূর এগিয়ে যায় তার জন্য তাদের সফলতা কামনা করেন।
সংস্থার আহব্বায়ক আসিক রেহান সকলের উদ্দেশ্যে আহবান জানান, একজন গর্ভবতী মায়ের জন্য রক্তের প্রয়োজন হতেই পারে এবং গর্ভবতীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশী পরিচিত শত শত মানুষ থেকে খুব সহজেই রক্ত দাতা খুজেঁ রাখতে পারেন। হাতে সময় থাকে ৫ থেকে ৬ মাস। একটু সচেতন হলেই কিন্তু রক্ত দাতা প্রস্তুত করে রাখা সম্ভব। প্রত্যেক গর্ভবতীর জন্য আগে থেকে ২ জন রক্তদাতা তৈরী থাকলে বিপদের মুহুর্তে রক্তের জন্য কোন মায়ের জীবন সঙ্কটাপন্ন হবেনা। তাই সকলের সচেতনতায় একমাত্র সমাধান। তিনি আরো বলেন, যেন আর একজন মা ও রক্তের অভাবে মারা না যায়। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। আর এটি সম্ভব আমাদের সকলের প্রচেষ্টায়। আপনার আশেপাশে যে কোন গর্ভবতী মায়ের ব্যাপারে আপনি নিজেই যদি এ পরামর্শটি দেন তাহলে যাদের কাছে আমাদের বক্তব্য পৌছায়নি তারাও আপনার মাধ্যমে তা পেয়ে যাবে। তাই আসুন সকলে সচেনতন হই রক্তদাতা প্রস্তুত রাখি এবং রক্তদানে সকলকে উৎসাহী করি।