রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  সন্ধ্যা ৬:৪৮

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল।

October 13, 2021 , 5:58 pm

শরীয়তপুর জার্নাল ডেস্ক: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় শরীয়তপুরের কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদ উপমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতাড়ন করেছে নড়িয়া উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। বুধবার (১৩ অক্টোবর) সকালে নড়িয়া সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নড়িয়া উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি নূর আলম আশিক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব,যুগ্ম আহ্বায়ক স্বপন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আকাশ,সদস্য নূর- আলম,নড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক মো. ইমরান খালাসি, যুগ্মআহ্বায়ক আল আমীন বেপারি, সিহাব বিন জাহান নির্জন, সদস্য মনির হোসেন, কবির হোসেন, সাজেন, শামীম মোল্লা, সজিব ছৈয়াল, রাজ ফকির, ফারিয়ান সিকদার শাহ আলম, ইশান মাঝি, সফিকুল ইসলাম, ইসরাত জাহান মীম, সাব্বির শেখ, শেখ সুমাইয়া, সামিয়া নুরসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় শরীয়তপুরের কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন করা হয়েছে। তাই নড়িয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং পানিসম্পদ উপমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়কে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এই অনুমোদনকে স্বাগত জানায়। জানা যায় , শরীয়তপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম গত বছর জাতীয় সংসদের অধিবেশনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি গত ১০ জুন শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সারসংক্ষেপ পাঠানো হলে ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নীতিগত অনুমোদন দিয়েছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি দিয়ে যুগোপযোগী খসড়া আইন প্রণয়নের অনুরোধ করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মাহমুদুল আলম এ সংক্রান্ত চিঠিটিতে মঙ্গলবার স্বাক্ষর করেন।

Total View: 1098