শরীয়তপুরে গোসাইরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায়
কমপক্ষে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসেরজঙ্গল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুরে
বাজারের কাটপট্টি এলাকার পাটের গোডাউনে
আগুনের সুত্রপাত ঘটে। এসময় সেই আগুন আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে পুড়ে ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন গোসারহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মিল্টন মন্ডল।