শরীয়তপুর প্রতিনিধি: জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটির অভিষেক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের এস বি টাওয়ারের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর সাহিত্য আড্ডায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে কবি সাহিত্যিকগণ উপস্থিত হন। এখানে কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি রফিক ওসমান।
সংগঠনের সভাপতি মুরাদ হোসেন মুন্সি এসময়ে ঘোষণা দেন আগামী ডিসেম্বর ২০২৪ এ হাজী শরীয়তউল্লাহ সাহিত্য উৎসব। সেই উৎসবের শরীয়তপুর জেলার ১০০ কবিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কবি সাহিত্যিক গণ উপস্থিত থাকবেন বলে আশাবাদ দেখতে পারেন। তাছাড়া প্রতি মাসে সাহিত্য আড্ডা এবং জেলার গুণীজনদের স্মরণ করা ঘোষণা দেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন,কবি শফিক শান্তনু, রুদ্র রহমান, হাসান মাসুদ খান, রকি, লিটন বাড়ুই, ফকির শাহেনশা, ইয়াউর রহমান, আবুল কালাম, কাজি বিপুল সহ প্রমুখ।