রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:০৫

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ কিশোর

November 5, 2024 , 8:00 pm

শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন  দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রোববার (০৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা  টোল প্লাজার দক্ষিণপাশে সার্ভিস এরিয়ার ২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মুসলিম ঢালীর এলাকার দাদন ঢালীর ছেলে আরমান (১৮), আলীম মাতবরের ছেলে ক্ষিদির (২০),মোমেন আলি ফরাজী কান্দির রুবেল ফরাজীর ছেলে নাবিল (১৭), ইসকান্দার মাতবরের ছেলে সায়েম (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানা সুত্রে জানাযায়, টোলপ্লাজার দক্ষিণপাশে দুইটি মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে হলে চারজনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দু’জন। দু’জনকে গুরুত্বর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সে দু’জনও হাসপাতলে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দু’জন মারা যায়। হাসপাতালে নেওয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনা সম্পর্কে নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরার মুন্সি বলেন জেলায় মোট সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা বেশি। এ দুর্ঘটনা রোধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রয়োজন ব্যতীত কোন সন্তানকে মোটরবাইক কিনে না দেওয়াই ভালো। তাছাড়া এ কিশোররা ট্রাফিক আইন সম্পর্কে জানেনা, কারো ড্রাইভিং লাইসেন্স নেই, কেউ হেলমেট ব্যবহার করে না। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে হবে। তাহলেই এই দুর্ঘটনা কিছুটা রোধ করা সম্ভব।

Total View: 40